প্রতিষ্ঠার পর আগে কখনো এক বছরে এত নেতা হারায়নি হামাস


যাইহোক, গাজা থেকে হামাসকে সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা দিয়ে রেখেছে ইসরায়েল। এজন্য হামাসের একের পর এক যোদ্ধা ও নেতাকে হত্যা করা হচ্ছে।

ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইয়েমেনের হুতিদের সতর্ক করে বলেন, ‘আমরা হুতিদের নেতৃত্বকে হত্যা করব, যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, সিনওয়ার ও নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবর বলে আসছেন, গাজা থেকে হামাসকে ‘নির্মূল করা’ তাঁর দেশের চূড়ান্ত লক্ষ্য। ব্যাপক গণহত্যার গুরুতর অভিযোগ, তুমুল সমালোচনা আর গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলমান থাকলেও হামাসকে নির্মূলের লক্ষ্যপূরণে অবিচল নেতানিয়াহু।

তবে গাজায় চলমান যুদ্ধের বর্ষপূর্তিতে ইসরায়েলি সাংবাদিক ও লেখক গিডিয়ন লেভি বলেছেন, সামরিকভাবে হামাস অনেক দুর্বল হয়ে পড়েছে, এটা ঠিক। ইসরায়েলি সেনাবাহিনীও দাবি করছে, হামাসের সামরিক শক্তি নিঃশেষ। এখন তাই হামাসের যোদ্ধারা গেরিলা কায়দায় লড়তে চেষ্টা করছেন। কিন্তু হামাস রাজনৈতিকভাবে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

তথ্যসূত্র: বিবিসি, এএফপি, রয়টার্স ও ব্রিটানিকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *