গতকাল সোমবার মহান বিজয় দিবসে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে মোদি লিখেছেন, ‘আজ বিজয় দিবসে ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাঁদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। দিনটি তাঁদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাঁদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।’
ভারতের প্রধানমন্ত্রীর এমন কথায় মুক্তিযোদ্ধাদের মধ্যে যাঁরা বেঁচে আছেন, তাঁরাও আহত হবেন মন্তব্য করে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘যাঁরা বেঁচে আছেন, তাঁরাও আহত হবেন। কারণ, আমরা আমাদের যুদ্ধটি শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরাই সমাপ্ত করেছি। সেখানে সাহায্য–সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে সন্দেহ নাই। আমরা সেটাও স্মরণ করি এবং সব সময় স্মরণ রাখব। একটা “ফ্রেন্ডলি কান্ট্রি” হিসেবে এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন, সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের ইতিহাসে মনে করি আমাদের মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা।’