সিলেটের কোম্পানীগঞ্জে মুঠোফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল শনি ও আজ রোববার দফায় দফায় এই সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট, ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার বর্ণির এক বাসিন্দা কোম্পানীগঞ্জ থানার বাজারের এক দোকানে মুঠোফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে কাঁঠালবাড়ি গ্রাম ও বর্ণি গ্রামের বাসিন্দাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে শনিবার রাতে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে প্রথমে রাতে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা দুই গ্রামের বাসিন্দাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।