বেনজেমা-কান্তের ভোট না পেয়েও ফ্রান্সের বর্ষসেরা এমবাপ্পে


এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে এই পুরস্কারের জন্য এমবাপ্পেকে ভোট দেননি দুই ফরাসি তারকা করিম বেনজেমা ও এনগালো কান্তে। বেনজেমা তাঁর ভোট দিয়েছেন কামাভিঙ্গা, ব্র্যাডলি বারকোলা এবং ওয়ারেন জাইরে-এমেরিকে।

অন্য দিকে কান্তে তাঁর ভোট দিয়েছেন সালিবা, জুলস কুন্দে এবং কামাভিঙ্গাকে। তবে এ দুজনের ভোট না পেয়েও সব মিলিয়ে বাজিমাত করেছেন এমবাপ্পেই। আর্সেনাল ডিফেন্ডারকে তিনি পেছনে ফেলেছেন ৫ ভোটে। এমবাপ্পের ৫৬ ভোটের বিপরীতে সালিবা পেয়েছে ৫১ ভোট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *