ভারতীয় গণমাধ্যমে ফেনী দখলের হুমকির প্রতিবাদে ব্যবস্থা গ্রহণের দাবিতে গণপদযাত্রা করেছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি’ নামে একটি সংগঠন। এ সময় ফেনীতে অবিলম্বে সেনানিবাস স্থাপনের দাবি জানান উপস্থিত বক্তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্যসরা উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সংগঠনের ব্যানারে পদযাত্রা শুরু করেন শতাধিক মানুষ। পদযাত্রাটি প্রায় দেড় কিলোমিটার অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতারা।