রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক বলেন, সিরিয়ার বিরোধী নেতারা দেশটির ভূখণ্ডে থাকা রুশ সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় অবস্থিত রুশ ঘাঁটিগুলোকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তবে মন্ত্রণালয় এই দাবি করে যে বর্তমানে এসব ঘাঁটি কোনো গুরুতর হুমকির মুখে নেই।
বাশার আল-আসাদ ছিলেন মধ্যপ্রাচ্যে রাশিয়ার একনিষ্ঠ মিত্র। ক্রেমলিন তাঁর পেছনে প্রচুর বিনিয়োগ করেছিল।
রাশিয়ার কর্তৃপক্ষ এখন বাশার আল-আসাদ পতনকে মস্কোর জন্য একটি বড় ধাক্কা ছাড়া অন্য কিছু দেখাতে চ্যালেঞ্জের মুখে পড়বে। তবুও দেশটি চেষ্টা করছে। তারা বলির পাঠা খুঁজছে।
গতকাল রাতে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সাপ্তাহিক সংবাদভিত্তিক একটি অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল সিরিয়ার বাশার আল-আসাদপন্থী সেনাবাহিনী। অনুষ্ঠানে বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে পাল্টা লড়াই না করার জন্য সিরিয়ার সেনাবাহিনীকে দোষারোপ করা হয়।