ইতিহাস বিভাগের অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা বলেন, ‘ইতিমধ্যে আমরা খবর কাগজের মধ্যে জেনেছি তাঁদের মধ্যে একজন ইউরোপে খেলার আমন্ত্রণ পেয়েছে। আমরা চাই ইউরোপে পা রাখার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও মহিলা মেসি সৃষ্টি হোক, মহিলা রোনালদো সৃষ্টি হোক। আমরা সিআর সেভেনের জায়গায় সিআর রুপনাকে পাব। আমরা সেই প্রত্যাশা রাখি। আশা করি, এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।’
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রোনাল চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম শিক্ষা, অর্থনীতি নানা দিক থেকে পিছিয়ে পড়া। আমরা যদি পর্যাপ্ত সুযোগ পাই, আমরা যদি বিকাশের উপযুক্ত পরিবেশ পাই তাহলে আমাদের পাহাড়ে, সমতলে সারা দেশে হাজারো রুপনা, ঋতুপর্ণা, মনিকাদের মতো তারকা তৈরি হবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীর তিষ্য চাকমা ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কেরোলিনা চাকমা এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন।