বিপন্ন ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করল পাহাড়িয়া, কি-বোর্ড উদ্বোধন


সমর এম সরেন বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে পাহাড়িয়া ভাষাগুলোর মতো বিপন্ন ভাষা প্রযুক্তিমাধ্যমে টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজেদের ভাষাপ্রযুক্তি না থাকায় ভাষাগুলো আরও বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এ জন্য এই ভাষাগুলো ডিজিটাল মাধ্যমে, কি-বোর্ড, স্পেল চেকারের মতো ডেটা প্রোডাকশন টুলে প্রবেশ করানো খুবই জরুরি।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু। একাডেমির ইনস্ট্রাক্টর মানুয়েল সরেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে একাডেমির পক্ষ থেকে পাহাড়িয়া ভাষার কি–বোর্ডের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন একাডেমির নির্বাহী সদস্য ও সাংবাদিক আকবারুল হাসান (মিল্লাত)। বিশেষ অতিথির বক্তব্য দেন একাডেমির নির্বাহী সদস্য শেলী প্রিসিল্লা বিশ্বাস, আদিবাসী ভাষাপ্রযুক্তিবিদ সমর এম সরেন, গোদাগাড়ীর নবাই বটতলা ধর্মপল্লির সহকারী পাল-পুরোহিত ফাদার আরতুরো স্পেজিয়ালে পিমে, পাহাড়িয়া পরিষদের নির্বাহী পরিচালক অভিলাষ বিশ্বাস ও আদিবাসী ভাষাবিশেষজ্ঞ মৃদুল সাংমা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *