ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিমান হামলা জোরদার করেছে। পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে লেবানন সীমান্তের বিভিন্ন গ্রামে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বালবেক শহর ও বেকা উপত্যকায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। তবে এসব হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।
ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণের শহরতলিগুলো থেকে বাসিন্দাদের গতকাল সরে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু বাড়িঘর ছাড়ার সুযোগ না দিয়ে ওই দিনই এলাকাগুলোয় হামলা চালান তাঁরা। গতকাল রাতে এক দফার পর আজ বৃহস্পতিবার সকালে আরেক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।