সবচেয়ে বেশি বেতন পাওয়াদের তালিকায় প্রথম ৪৩ জনের সবাই প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’ নামে পরিচিত ক্লাবের (ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহাম)। ‘বিগ সিক্সের’ বাইরে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান নিউক্যাসলের ব্রুনো গিমারায়েস। ব্রাজিলের এই মিডফিল্ডার পান ১ কোটি ৮ লাখ ডলার (১২৯ কোটি ৬ লাখ টাকা)।
লিগের ২০ ক্লাবকে খেলোয়াড়দের বেতন দিতে বছরে গুনতে হয় ২৪২ কোটি ৪০ লাখ ডলারের মতো (২৮ হাজার ৯৬৫ কোটি ৬৫ লাখ টাকা)।