নিউক্যাসলের মাঠে আবার হারল আর্সেনাল


এ কী হলো! হঠাৎ করে কীভাবে সেন্ট জেমস পার্ক আর্সেনালের জন্য দুর্ভেদ্য হয়ে গেল! দুর্ভেদ্য কী, নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে গেলেই যে হেরে যাচ্ছে এমিরেটসের দলটি। প্রিমিয়ার লিগে সর্বশেষ তিন ম্যাচের দুটিতে হেরে আজ সেন্ট জেমস পার্কে খেলতে গিয়েছিল আর্সেনাল, ফিরল আরেকটি হার নিয়ে। অথচ এই চার ম্যাচের আগে সেন্ট জেমস পার্কে আর্সেনালের বিপক্ষে খেলা ১৯ ম্যাচের মধ্যে ১০টিই হেরেছিল নিউক্যাসল। বাকি ৯ ম্যাচের সাতটিতে করেছিল ড্র, জিতেছিল মাত্র দুটি।

চোট কাটিয়ে গ্যাব্রিয়েল ফেরায় অনেক দিন পর আবার একসঙ্গে আর্সেনাল মাঠে পেয়েছে নিজেদের প্রথম পছন্দের সেন্টার-ব্যাক জুটি। কিন্তু গ্যাব্রিয়েল ও সালিবা জুটির আবার একত্রিত হওয়াটা সুখকর হয়নি। ম্যাচের ১২ মিনিটেই গোল খায় আর্সেনাল। অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাক গোলটি করতে যে হেডটি নিয়েছেন, তা গ্যাব্রিয়েল ও সালিবার মাঝ থেকে লাফিয়ে উঠেই। ইসাকের এই গোলেই সেন্ট জেমস পার্ক থেকে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে আসে আর্সেনাল। গত মৌসুমেও সেন্ট জেমস পার্কে এই একই ব্যবধানে হেরেছিল গানাররা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *