এ ঘটনায় অটোরিকশাচালক বদিউজ্জামান ও ভটভটিচালক নাজমুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, এ ঘটনায় নিহত সেনাসদস্যের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। সেই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।