আজ দুপুরে সরেজমিনে মিরপুর ১৪ নম্বরসংলগ্ন পুরান কচুক্ষেত এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার পাশে পুলিশ ও সেনাবাহিনীর পুড়ে যাওয়া পিকআপ ভ্যান দুটি পড়ে আছে। রাস্তায় গাড়ির কাচের টুকরা ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা সাঁজোয়া যানে সশস্ত্র অবস্থান নিয়েছেন।
আহত দুই পোশাকশ্রমিক আল আমিন (১৮) ও ঝুমা আক্তারকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আল আমিনের কাঁধে ও পিঠের ওপরের দিকে এবং ঝুমার ডান পায়ের গোড়ালিতে গুলি লেগেছে। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত ঝুমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা পুলিশ ও সেনাবাহিনীর দুটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছুড়তে বাধ্য হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে মামলাও হয়নি।