খাগড়াছড়ি বাজারের মুদিদোকানের ব্যবসায়ী মো. লোকমান বলেন, এক সপ্তাহ হলো পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। হঠাৎ করে আজ কোনো বেচাকেনা নেই। পাহাড়িদের পাশাপাশি বাঙালি ক্রেতারাও বাজারে কম এসেছেন।
খাগড়াছড়ি বাজার কমিটির সভাপতি মো. ইউনুস বলেন, ‘পাহাড়িরা কেন আজ সাপ্তাহিক হাটে আসেননি, বিষয়টা আমার জানা নেই। আমার ধারণা, বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মনে ভয়ভীতি কাজ করছে। একটা বাজারে এভাবে লোকজন না এলে পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে।’
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘পাহাড়িরা বাজারে না আসার বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমি তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
এদিকে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার গণপিটুনিতে নিহত খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানার লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ ভোরে তাঁর লাশ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন স্বজনেরা। বিষয়টি নিশ্চিত করেন নিহত শিক্ষক সোহেল রানার ভগ্নিপতি জুনাব আলী।