সোনম ওয়াংচুকের দাবি, পাঁচ বছর আগে লাদাখের জনগণকে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা আদায় করাই তাঁদের এই আন্দোলনের লক্ষ্য। দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ১৫০ পদযাত্রীর সঙ্গে তাঁকে আটক করা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের দলে বহু বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন, রয়েছেন সাবেক সেনানীরাও। ভাগ্যে কী আছে, জানি না। আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছি। আমরা বাপুর (গান্ধীজি) সমাধিতে যেতে চাই। এটা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, যা কিনা গণতন্ত্রের মা বলে পরিচিত, হায় রাম।’
সোনম ওয়াংচুকসহ লাদাখের শান্তিপূর্ণ পদযাত্রীদের আটকে দেওয়ার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার এক্সে তিনি বলেন, সরকারের এই আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। সোমন ওয়াংচুক ও অন্য লাদাখি জনতা পরিবেশ ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছিলেন। এই আচরণ অসমর্থনীয়।