গাজীপুরে দুই কারখানায় অসন্তোষ, বাকিগুলোতে উৎপাদন স্বাভাবিক


পুলিশ জানায়, মহানগরের কাশিমপুর এলাকায় অবস্থিত যমুনা ডেনিমস লিমিটেড কারখানার কর্মচারীরা বেতন বৃদ্ধিসহ ১৯ দফা দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন। ছুটির দিন কাজ করালে এক দিনের হাজিরা দাবি, হাজিরা বোনাস ৯০০ টাকা করা, সব শ্রমিক এবং কর্মচারীর সন্ধ্যা সাতটার পর টিফিন বিল ৫০ টাকা ও ১১টার পর রাত্রিকালীন বিল ১০০ টাকা করা, সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে শ্রমিক–কর্মচারীদের বেতন পরিশোধ, চাকরির বয়স ছয় মাস হলে মূল বেতনের সমপরিমাণ ঈদ বোনাস দেওয়ার দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে শিল্প পুলিশ তাঁদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাসদস্যরা কারখানায় গিয়ে বেলা একটার পর মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন। বেলা আড়াইটার সময় আঞ্চলিক সড়ক ছেড়ে দিয়ে তাঁরা আলোচনায় বসেন।

যমুনা ডেনিমস লিমিটেডের কমপ্লায়েন্স ম্যানেজার সেলিম রেজা বলেন, স্টাফরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। সকাল থেকে কাউকে কারখানার ভেতরে ঢুকতে দিচ্ছেন না। এখন আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *