ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার তারা লেবাননের দক্ষিণে এবং দেশটির পূর্বে বেকা উপত্যকায় হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী অবকাঠামোতেও হামলা করেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের পথ বন্ধ করতে ওই সব হামলা চালিয়েছে তারা।
ইতিমধ্যে হিজবুল্লাহ বলেছে, তারা কিরইয়াত আতা বসতি লক্ষ্য করে ৫০টি রকেট এবং সাফেদ শহর লক্ষ্য করে ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুটো এলাকাই ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্র হামলাজনিত সতর্কসংকেত বাজার পর তারা এটি প্রতিহত করে।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি বুধবার বলেছেন, লেবাননে বিমান হামলার মধ্য দিয়ে ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনীর জন্য ‘শত্রুপক্ষের এলাকায় প্রবেশের’ পথ তৈরি হবে।