বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পদক্ষেপে বিকেলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। বিকেল ছয়টার দিকে নৌপথে ফেরি চলাচল শুরু হয়। আমরা পাঁচটি ফেরি দিয়ে ঘাটে জমে থাকা গাড়িগুলো পারাপার করছি। ঘাটে জমে থাকা গাড়িগুলো পারাপার করতে সারা রাত লেগে যাবে।’
এর আগে শুক্রবার বিকেলে চারটার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে সব পক্ষকে নিয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, বিআইডব্লিউটিএ নতুন করে নির্দেশনা না দেওয়া পর্যন্ত নরসিংহপুর ফেরিঘাটের ইজারা তুলবেন বর্তমান ইজারাদার সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালা। ওই বৈঠকের শুরুতেই যানবাহন চলাচলের সিদ্ধান্ত দেওয়া হয়। তখন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা যানবাহনগুলো ফেরিঘাটে পৌঁছে দেন।