এ বিষয়ে আজ সোমবার হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান বলেন, আটক ব্যক্তিকে রোববার রাতে সেনাবাহিনীর একটি দল তাদের হেফাজতে নিয়ে যায়। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তল ও ২০টি গুলি চুনারুঘাট থানা–পুলিশের মাধ্যমে জব্দ করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ অস্ত্রটি লাইসেন্স করা কি না, যাচাই করে দেখা হচ্ছে। এ অস্ত্রের বৈধতা না পেলে এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে।
এ বিষয়ে হবিগঞ্জ সেনা ক্যাম্পে যোগাযোগ করা হলে জেলা কমান্ডিং কর্মকর্তা ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও সাড়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন সেনা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তিনি শুনেছেন ঘটনাটি মীমাংসা হয়ে গেছে। যে কারণে আটক হওয়া ওই ব্যক্তি এখন তাঁদের কাছে নেই।