খবর পেয়ে প্রথমে বাহুবল মডেল থানা-পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রাত নয়টার দিকে। সংঘর্ষে তিনজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।