তাজুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে কোনো গুম হতো না। তাঁর অমর হওয়ার স্পৃহা, ক্ষমতায় থাকার স্পৃহা ও লুটপাট করার স্পৃহা তাঁকে দানবে পরিণত করেছিল। তিনি অপরাধের নির্দেশ দিয়েছেন, আর নিচের দিকের কমান্ডাররা সেটা বাস্তবায়ন করেছেন। সুতরাং সুপিরিয়র কমান্ডারদের বিচার করলে আর গ্রাউন্ড লেভেলের ফোর্সদের বিচার করার দরকার নেই।’
তাজুল ইসলাম বলেন, ‘আমাদের যে বাহিনীগুলোর সুনাম ক্ষুণ্ন করা হয়েছে অপরাধের মাধ্যমে, সে বাহিনীগুলা আমাদের প্রাণ। আমাদের সেনাবাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার পতাকা তাদের হাতে দিয়েছি; কিন্তু সেখানে কিছু দুর্বৃত্ত ঢুকে এ অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে। ওই দুর্বৃত্তের দায় আমাদের বাহিনীগুলোর নয়।’