স্বপ্ন দেখে প্রতারিত মানুষের বিদ্রোহে আজকের দিনে চালানো হয়েছিল গুলি


পথে ১৯২১ সালের ২০ মে চাঁদপুরে গোর্খা সেনারা এই মানুষদের ওপর হামলা করেন। অনেকেই আর ঘরে ফিরতে পারেননি। চা চাষের বৃত্তবদ্ধ জীবনে তাঁরা স্থায়ী শ্রমিক হয়ে বাঁধা পড়লেন। এই রক্তাক্ত দিনটি এখন চা-শ্রমিকদের কাছে স্বপ্নভঙ্গের প্রতিবাদের দিন হয়ে আছে। চা-শ্রমিকেরা দিনটিকে (২০ মে) এখন ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে থাকেন।

চা-শ্রমিক সংগঠকদের সূত্রে জানা গেছে, ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া চা-বাগান গড়ে তোলার মধ্য দিয়ে এই অঞ্চলে বাণিজ্যিকভাবে চা-বাগানের যাত্রা শুরু হয়েছিল। তখন ব্রিটিশ কোম্পানিগুলো বৃহত্তর সিলেট অঞ্চলের টিলাভূমিতে একের পর এক চা-বাগান তৈরি করতে থাকে। জঙ্গলাকীর্ণ এসব ভূমিতে চা-বাগান তৈরিতে তখন অনেক শ্রমিকের প্রয়োজন পড়ে। কিন্তু এই অঞ্চলের দুর্গম পাহাড়ি জমিতে সাপ, জোঁক, পোকামাকড়ের মধ্যে কাজ করার মতো শ্রমিকের অভাব ছিল। ব্রিটিশ কোম্পানিগুলো তখনকার অবিভক্ত ভারতের ওডিশা, বিহার, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, চেন্নাই, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন অঞ্চলের খরা ও দারিদ্র্যপীড়িত, অনুর্বর অঞ্চলে দালাল নিয়োগ করে। দালালদের মাধ্যমে হাজার হাজার মানুষকে নিশ্চিত, সুন্দর ও উন্নত জীবনের স্বপ্ন দেখানো হয়। দালালদের ফাঁদে পড়েন এসব মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *