সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের


সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোয় ভ্রমণে নিষেধাজ্ঞা আছে। নতুন করে সেন্ট মার্টিন ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারকে বলছি, আপনাদের কতিপয় সিদ্ধান্ত পর্যটন খাতকে ত্বরান্বিত করবে না। বিনিয়োগও আসবে না।’

চলতি সপ্তাহে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে চার মাস পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে নভেম্বর মাসে পর্যটকেরা যেতে পারলেও রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে যেতে পারবেন, থাকতেও পারবেন। এ সময় দিনে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না। ফেব্রুয়ারি মাসে পর্যটকেরা সেন্ট মার্টিনে যেতে পারবেন না।

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি করে টোয়াব সভাপতি বলেন, ‘আমরা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকদের সেবা দিতে চাই। সে জন্য সরকার যেসব বিধিনিষেধ মানতে বলবে, আমরা সেগুলো মেনে চলব।’ তিনি আরও বলেন, সেন্ট মার্টিনে পর্যটনের কারণে বাল্যবিবাহ কমেছে, পড়াশোনার হার বেড়েছে, চোরাচালান কমেছে; কোরাল কর্তন থেকে বিরত থাকছে মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *