সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের এক বক্তব্যে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু (এডিস) মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।
সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেনাবাহিনী মনে করে, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণের মতো দায়িত্ব সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাগুলোকে দেওয়াই যৌক্তিক হবে।
ঢাকা উত্তর সিটির ফেসবুক পেজে ২০ মে সময় টেলিভিশনে এক দিন আগে (১৯ মে) প্রচারিত প্রশাসক এজাজের একটি সাক্ষাৎকার শেয়ার করা হয়। সময় টেলিভিশনের ওই অনুষ্ঠানের নাম ‘সময়ের কথা’। সঞ্চালক ত্বোহা খান তানিমের সঙ্গে সেই অনুষ্ঠানের অতিথি ছিলেন প্রশাসক মোহাম্মদ এজাজ।
ওই অনুষ্ঠানে কোরবানির বর্জ্য অপসারণ প্রসঙ্গে প্রশাসক এজাজ বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে আমরা আলাদা কমিটি করে দিচ্ছি। তা ছাড়া আমরা চেষ্টা করব এবার আর্মিকে ডিপ্লয় করার জন্য। যাঁরা ময়লা কালেকশন করেন, এখনো তো আমরা তাঁদের কোনো ধরনের অনুমতি দিইনি। আমরা আর্মির মাধ্যমেই কোরবানির আগে এটা প্রসেসে নিয়ে যাব।’