সুদানে কি আরব আমিরাতের স্বপ্নের পতন হতে যাচ্ছে


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে সুদানি বিশ্লেষক তাজ আল-স্যার ওথম্যান ওয়াদ মাদানির মুক্তিকে সিরিয়ার আলেপ্পোর শহরের মুক্তির সঙ্গে তুলনা করেছেন।

তিনি তাঁর পোস্টে লেখেন, ‘আলেপ্পোর পতন যদি লেভান্তে ইরানি স্বপ্নের পতনের শুরু হয়ে থাকে, তাহলে ওয়াদ মাদানির পতন সুদানে সংযুক্ত আরব আমিরাতের ধ্বংসাত্মক স্বপ্নের পতন।’

ওথম্যানের এ মন্তব্য সুদানের আর্মড ফোর্সেস (এসএএফ) হাতে আল-জাজিরা রাজ্যের রাজধানী ওয়াদ মাদানির মুক্ত হওয়ার প্রসঙ্গটিকে চিহ্নিত করা যায়।

ওয়াদ মাদানি সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর। আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এক বছরের বেশি সময় যে সহিংস দখলদারি চালিয়ে আসছিল, সে প্রেক্ষাপট থেকে এ বিজয় একটা আশার আলো।

ওয়াদ মাদানি মুক্ত হওয়ার ঘটনাটি সুদানের গৃহযুদ্ধের গতিপথে একটি নিষ্পত্তিমূলক পরিবর্তনকে প্রতিফলিত করে। এ ঘটনা সুদানের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এ অগ্রগতি খার্তুমের নিকটবর্তী আল-জাজিরায় আরএসএফের আগ্রাসনের আগের অবস্থানে ফ্রন্টলাইনকে ফিরিয়ে নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে এটা অনুমান করা যায় যে সুদানের সেনাবাহিনী যেকোনো মুহূর্তে খার্তুমে ঝড় তুলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *