২০২৩ সাল থেকে দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ চলছে। দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দেশটির সেনাবাহিনী। আর আরএসএফ পশ্চিমাঞ্চলের, বিশেষ করে উত্তর করদোফান ও দারফুর অঞ্চলে নিজেদের প্রভাব জোরদার করতে চাইছে।
ইমার্জেন্সি ল ইয়ার্স জানিয়েছে, গত শনিবার বারা শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে আরএসএফ। শাগ আলনোম নামের একটি গ্রামে তাদের হামলায় ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। কেউ কেউ নিজের ঘরে পুড়ে মারা গেছেন, আবার কেউ গুলিতে নিহত হয়েছেন। এ ছাড়া আশপাশের গ্রামগুলোতে আরও ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অনেককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে।