সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তুরস্কের সেনারা অবস্থান করছেন। সেখানে তাঁরা বিদ্রোহীদের, বিশেষ করে সিরিয়ান ন্যাশনাল আর্মিকে (এসএনএ) সহায়তা দিচ্ছেন। যদিও তুরস্ক বিদ্রোহের নেতৃত্বে থাকা এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।
এইচটিএসের নেতা আহমেদ আল-শারা। তিনি আবু মোহাম্মদ আল-জোলানি নামেই অধিক পরিচিত। যুক্তরাষ্ট্র তাঁর সঙ্গে যোগাযোগ করতে চাইছে কি না, এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন মিলার। তবে তিনি কোনো সম্ভাবনাই উড়িয়ে দেননি।
ম্যাথু মিলার বলেন, ‘প্রাসঙ্গিক সব দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একভাবে বা অন্যভাবে আমাদের যোগাযোগের সক্ষমতা আছে বলে আমরা বিশ্বাস করি।’