অ্যানফিল্ডে বোলোনিয়ার বিপক্ষে লিভারপুল গোলের দেখা পেয়ে যায় ১১তম মিনিটে। সালাহর বাড়ানো বল ধরে দলকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক আলিস্টার। লিভারপুলের জার্সিতে কোনো আর্জেন্টাইনের চ্যাম্পিয়নস লিগের প্রথম গোল এটি। ম্যাচে এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫তম মিনিটে গোল করেন সালাহ নিজেই। এই গোলটি বানিয়ে দেওয়ার বড় কৃতিত্ব অবশ্য ডমিনিক সোবোসলাইয়ের।
এটি ছিল ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে সালাহর টানা পঞ্চম ম্যাচে গোল। লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কারও নেই। ইংলিশ ক্লাবের মধ্যে চ্যাম্পিয়নস লিগে টানা হোম ম্যাচে সর্বোচ্চ ৭ গোল আছে আর্সেনালের থিয়েরি অঁরির, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৬ ম্যাচে গোল আছে রুড ফন নিস্টলরয়ের।