সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক আজম মিয়া সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শাবাজপুর থেকে এখানে কুট্টপাড়া মোড় (৮ কিলোমিটার) আসতে ২ ঘণ্টা সময় লাগছে। সামনের অংশে যেতে আরও বেশি সময় লাগবে।
ঢাকা থেকে মৌলভীবাজারগামী ব্যক্তিগত গাড়ির যাত্রী আলম খান প্রথম আলোকে বলেন, ‘অসুস্থ মায়ের চিকিৎসা শেষে ভাড়া করে গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলাম, এইখানে আইসাই সন্ধ্যা হইয়া গেছে। মা অসুস্থ অইয়া যাইতেছে। বাকি পথ যাইমু কেমনে।’
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে সরাইল থানার পুলিশ ও হাইওয়ে থানার পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা বৃষ্টি উপেক্ষা করে কাজ করছেন।