সমঝোতা না হলে রাস্তা দখলের রাজনীতি ফিরবে


মির্জা হাসান: সাধারণ মানুষ পুরোনো রাজনীতি দেখতে চায় না। তাদের কথা হলো আমরা চাই না আবার স্বৈরাচার কায়েম হোক কিংবা রাজনীতিবিদেরা ক্ষমতায় গিয়ে জনগণকে সম্পূর্ণভাবে উপেক্ষা করুক। সবাই চায় এবার কিছু ‘একটা’ হওয়া উচিত। সেই কিছু ‘একটা’র প্রতিফলন আমরা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনে দেখতে পাচ্ছি। আমরা চাই, সব রাজনৈতিক দলগুলোর উচিত সংস্কার নিয়ে তাদের পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করা। সেসব বিবেচনা করেই মানুষ তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশে বেশির ভাগ সময় আওয়ামী লীগ ও বিএনপি প্রধান রাজনৈতিক দল ছিল। এবার দুটির মধ্যে একটি দল নেই। জামায়াতে ইসলামীকে আমি বলব না তেমন শক্তিশালী দল, তবে দলটির শক্তি বাড়ানোর চেষ্টা আছে। এখন এনসিপিকে আমরা দেখছি। আমার ধারণা, সংস্কার নিয়ে এনসিপি, জামায়াতে ইসলামীসহ ছোট দলগুলোর সঙ্গে সরকারের একটা সমঝোতা হবে। তাদের মূল প্রতিপক্ষ বিএনপি। দলটি (বিএনপি) চাইবে বাকিদের ঐক্য ভাঙতে। সেটা পারবে কি না, তা এখনই বলা যাবে না।

বর্তমান সরকার সেই অর্থে তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং অভ্যুত্থান-পরবর্তী সরকার। এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা, তারাই এনসিপি গঠন করেছে। যেসব সংস্কার প্রস্তাব এসেছে, সেগুলো দিয়েছে সরকার নিজেই। সরকার এখানে একটা পক্ষ। তারা রাজনৈতিক দলগুলোকে বলেছে যে সবাই একটা সমঝোতায় এলে সেই অনুযায়ী সরকার এগোবে। এখন পর্যন্ত আমরা যা দেখছি, তেমন সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে না।

বিএনপি স্পষ্টভাবেই বলছে যে নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে সংস্কার করবে। অন্তর্বর্তী এ সরকারের এ ধরনের সংস্কার করার কোনো এখতিয়ার নেই। এটা তারা বলতে পারছে, কারণ আমাদের দেশে রাজনীতিবিদেরা মনে করেন গণতন্ত্র মানে শুধুই নির্বাচন; এর বাইরে আর কিছু নেই।

বিএনপি যেমন বলে দিয়েছে আলোচনায় সমাধান না হলে তারা রাস্তায় নামবে। রাস্তার শক্তির মাধ্যমেই ফয়সালা করতে চায় তারা। কিন্তু বিএনপির প্রতিপক্ষও খুব দুর্বল নয়। বিশেষ করে অন্য যারা রাজনৈতিক পক্ষ রয়েছে, যেমন এনসিপি, জামায়াতে ইসলামী ও বর্তমান সরকার। ফলে প্রত্যেকের শক্তির ভারসাম্যের মাধ্যমে একটা ফয়সালা হবে বোঝা যাচ্ছে। কিন্তু সেটা কী হবে, বলা মুশকিল। একটা বিষয় ইতিবাচক যে সেনাবাহিনী বলে দিয়েছে রাজনীতিতে ঢুকে তাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে; তারা আর এর মধ্যে ঢুকতে চায় না। তারা নিরপেক্ষ থাকতে চায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *