সংঘর্ষের পর উত্তেজনা অব্যাহত, নবীগঞ্জ শহরে ১৪৪ ধারার সময়সীমা বেড়েছে


সোমবার বিকেলে উপজেলা সদরে মুখোমুখি হয় দুই পক্ষ। প্রায় দুই ঘণ্টা ধরে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে শতাধিক মানুষ আহত হন। গুরুতর আহত হয়ে নিহত হন তিমিরপুর গ্রামের ফারুক তালুকদার। ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় দোকানপাট, হাসপাতাল, ক্লিনিকসহ নানা প্রতিষ্ঠান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই রাতেই জারি হয় ১৪৪ ধারা। এ অবস্থা গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও হবিগঞ্জ জেলা প্রশাসনের সিদ্ধান্ত তা যা আজ মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে বলে জানান ইউএনও।

এ বিষয়ে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও নবীগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছাবির আহমেদ চৌধুরী বলেন, ‘উভয় পক্ষের লোকজন নিয়ে আমরা বসেছি। আশা করি, এ বিষয়ে একটা সমাধানে আমরা যেতে পারব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *