শ্রীপুরে বনের জমি উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, বাধা দেওয়ায় একজন আটক


এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ, বন বিভাগ, ওয়াইল্ড লাইফ সেন্টারসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। আর এতে নেতৃত্ব দিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ।

অভিযানের সময় আজ বেলা একটা থেকে দুইটা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পর্যাপ্তসংখ্যক সেনাসদস্য ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের উপস্থিতিতে বন বিভাগের লোকজন উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন। বড় এক্সকাভেটরের মাধ্যমে বন বিভাগের জমিতে থাকা কাঁচা, পাকা ও আধা পাকা ঘরসহ সব ধরনের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল। এ ছাড়া অভিযানের সময় আশপাশের কিছু স্থাপনা বাসিন্দাদের নিজ উদ্যোগে দ্রুত সরিয়ে নিতেও দেখা গেছে। অভিযানে ভেঙে ফেলা ঘরের আশপাশে দাঁড়িয়ে আছেন সেখানকার বাসিন্দারা। অনেকেই নিজেদের কাছে থাকা জমির কাগজপত্র বন বিভাগের লোকজনকে দেখানোর চেষ্টা করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *