শেরপুরে সেনাসদস্য হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২


সেনাসদস্য ওয়াসিম আকরাম সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মো. হাছান আলীর ছেলে। তিনি সিলেটের জালালাবাদ সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২ ডিসেম্বর চরশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই জসিম উদ্দিন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে।

সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা তারেক হাসান প্রথম আলোকে বলেন, চাঞ্চল্যকর সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে এবং সব আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *