শিরোপা থেকে ১ জয়ের দূরত্বে লিভারপুল, ফিরেই নায়ক আলেকজান্ডার–আরনল্ড


লিভারপুল কবে চ্যাম্পিয়ন হবে, মাস দুয়েক ধরেই এই প্রশ্নটা ভাসছে ফুটবল দুনিয়ায়। আজ কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে সেই প্রশ্নের বিকল্প উত্তরের সংখ্যা আরও কমিয়ে এনেছে অল রেডরা। গোলের পর গোল মিস করা লিভারপুল আজ উদ্ধার পেয়েছে ৭৬ মিনিটে করা ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের গোলে। এই জয়ে নিশ্চিত হয়েছে আর একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল, ছুঁয়ে ফেলবে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ শিরোপার রেকর্ড।

প্রিমিয়ার লিগে লিভারপুলের পরের ম্যাচটি আগামী রোববার টটেনহাম হটস্পারের বিপক্ষে। অত দিন অবশ্য অপেক্ষা নাও করতে হতে পারে আর্নে স্লটের দলকে। এই বুধবার রাতে নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গেলেই অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন হিসেবেই টটেনহামের বিপক্ষে খেলতে নামবে লিভারপুল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *