শিক্ষাক্ষেত্র থেকে জুলাই অভ্যুত্থানের সূচনা, অথচ সংস্কারে এই খাত নিয়ে কমিশনই হয়নি: ইফতেখারুজ্জামান


আদিবাসীদের অধিকার নিয়ে কথা বললে বেছে বেছে কয়েকটি শব্দ সংবাদমাধ্যমে আসে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেছেন, এর কারণ সেখানে সেনাবাহিনীর কর্তৃত্ব রয়েছে। তারা চায় না আদিবাসীদের অধিকার সম্পর্কে আলোচনা হোক।

সারা বিশ্বের শান্তিরক্ষীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সেনাবাহিনী নিজেদের পার্বত্য অঞ্চলে কাজে লাগাতে পারছে না বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, একইভাবে দেশে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম চালিকা শক্তি গোয়েন্দা সংস্থার সংস্কার নিয়ে কোনো আলোচনা হয় না। সেখানে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, চর্চার পরিবর্তন হয়নি।

আলোচনা সভায় বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, বিচার বিভাগকে এখনো রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। যেটি আপত্তিকর, যেটি হওয়ার কথা না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *