শর্তসাপেক্ষে মধুপুরে লালন উৎসব অনুমতি, হবে ২৩ ফেব্রুয়ারি


লালন স্মরণোৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সবুজ মিয়া বলেন, লালন সাঁইজির ১৩৪তম তিরোধান বর্ষ উপলক্ষে মধুপুর লালন সংঘ ১২ ফেব্রুয়ারি লালন স্মরণোৎসব ২০২৫ আয়োজন করে। কয়েকটি ইসলামি দলের বাধায় অনুষ্ঠান স্থগিত করা হয়। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও মধুপুরের সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। উভয় পক্ষের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এতে মধুপুর হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দেয়, অনুষ্ঠান আয়োজনে তারা কোনো বাধা দেবে না। মধুপুর লালন সংঘ থেকে বিতর্কিত বক্তব্য, মতবাদ, তথ্য ও সংগীত উপস্থাপিত হবে না মর্মেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

হেফাজত ইসলামের মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল্লাহ বলেন, ‘ইউএনও অফিসে আয়োজকদের সঙ্গে শুক্রবার রাতে বৈঠক হয়েছে। সেখানে আমরা জানিয়েছি, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য বা গান যাতে পরিবেশন না করা হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *