শব্দার্থ—বাংলা, এই দেশ এই মানুষ | পঞ্চম শ্রেণি


১. শব্দগুলোর পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ পড়ি।

সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংরাই, বিজু।

শব্দ শব্দের অর্থ

সৌভাগ্য — ভালো ভাগ্য।

প্রকৃতি — নিসর্গ।

বৈচিত্র্য — বিভিন্নতা।

বেলাভূমি — সমুদ্রের তীরে বালুময় স্থান।

প্রান্তর — মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান।

স্বজন — আত্মীয়, বন্ধুবান্ধব, নিজের লোক।

সার্থক — সফল।

সাংরাই — রাখাইনদের নববর্ষ উত্সব।

বিজু — চাকমাদের নববর্ষ উত্সব।

শ্রদ্ধা—বিশেষ সম্মান, ভক্তি।

ধাঁচ—প্রকৃতি, ধরন, রকম।

পরস্পর—একের সঙ্গে অন্য।

জাতিসত্তা—জাতি গোষ্ঠি।

তঞ্চঙ্গা—পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ।

মারমা— বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠী ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *