শত্রুর ওপর প্রবল শক্তি দিয়ে আঘাত হানব: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী


‘আন্ডারস্ট্যান্ডিং প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল’ বইয়ের লেখক ফিলিস বেনিস বলেন, ২০০৫ সালে ইসরায়েলি সেনাদের গাজার রাস্তায় থাকার বদলে উপত্যকাটির চারপাশে মোতায়েন করা হয়। যেখানে একটি সশস্ত্র প্রাচীরও তৈরি করা হয়েছে।

ফিলিস আরও বলেন, সবকিছু আগের মতোই রয়ে গেছে। এখন যা নতুন তা হলো, বিপর্যস্ত ও অনাহারগ্রস্ত বেসামরিক জনগোষ্ঠীর ওপর সামরিক হামলা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। তাই গাজা দখল নয়, পুনর্দখল করা হচ্ছে বলে মনে করেন ফিলিস বেনিস।

ইসরায়েলের গাজা সিটি দখলের প্রতিবাদে শনিবার জার্মানি, নরওয়ে, স্টকহোম, সুইডেন, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা এবং মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। রোববার জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ।

অন্যদিকে, ইসরায়েলি হামলায় শনিবার গাজায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। ১১ জন অনাহারে। গাজায় এ নিয়ে অনাহারে মোট ২১২ জন মারা গেছে, যাদের মধ্যে শিশু ৯৮টি। উপত্যকাটিতে শনিবার পর্যন্ত মোট নিহত দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৬৯।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *