নরসিংদী জেলা কারাগার থেকে গত ১৯ জুলাই লুট হওয়া রাইফেল উদ্ধারের পর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার সকালে শহরের মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে অস্ত্রটি হস্তান্তর করা হয়।
২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ রাইফেলটি নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছামিউল হকের হাতে তুলে দেন। এ সময় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম উপস্থিত ছিলেন।