প্রিমিয়ার লিগ শিরোপা এখন লিভারপুলের হাত ছোঁয়া দূরত্বে। নাটকীয় কিছু না হলে লিভারপুলের শিরোপা জয় সময়ের ব্যাপার মাত্র। আর নাটকীয় কিছু করার সুযোগ আছে শুধুই আর্সেনালের। তবে আর্সেনালের বোধ হয় তেমন কোনো ইচ্ছাই নেই।
নয়তো চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়া দলটি আজ ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করবে কেন! এর আগে লিগে সর্বশেষ এভারটনের বিপক্ষেও ড্র করেছিল আর্সেনাল। আর আর্সেনালের এই ড্রয়ে লিভারপুল এখন শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।