এমিরেটসে লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে শতভাগ জয় ধরে রেখেছে মিকেল আরতেতার দল। তবে জয়ের আনন্দের মাঝেও দুশ্চিন্তার খবর—বুকায়ো সাকা ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড দুজনই চোট পেয়ে মাঠ ছেড়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে আগের সপ্তাহে কোনোমতে জয় পাওয়া আর্সেনালকে এমিরেটসে নিজেদের প্রথম ম্যাচেও শুরুতে কিছুটা অগোছালোই মনে হচ্ছিল। খেলার আগে নতুন সাইনিং এবেরেচি এজেকে দর্শকদের সঙ্গে পরিচয় করানো হলেও মাঠে গতি আনতে সময় লাগে।
৩৪ মিনিটে সেই জড়তা কাটিয়ে এগিয়ে দেন ইয়ুরিয়েন টিম্বার। ডেকলান রাইসের নিখুঁত কর্নার থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।