রংপুর নগরের কেরামতিয়া মসজিদের খোলা মাঠের ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে গতকাল মঙ্গলবার রাতে লাঠিসোঁটা নিয়ে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে সড়ক অবরোধ করেন। মধ্যরাতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হলেও ব্যবসায়ীরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।
আজ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রংপুর নগরের মুন্সিপাড়ায় অবস্থিত কেরামতিয়া মসজিদ মাঠের এক অংশে দীর্ঘদিন থেকে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করে আসছেন। সব কটি দোকান খোলা ছাউনি, উন্মুক্ত। বেঞ্চ পেতে দেওয়া। চা, বিস্কুট, ছোলা বুট, পেঁয়াজু, শিঙাড়া, সমুচা, জিলাপি বিক্রি করা হয়। রয়েছে শীতের নানা ধরনের পিঠা। দোকান রয়েছে ১৪টি। কেউ ৭ বছর, কেউ ১০ বছর, কেউবা ১৫ বছর ধরে এখানে ব্যবসা করে জীবন নির্বাহ করে আসছেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবসা করে এলেও এবারই প্রথম চাঁদাবাজের উৎপাত বেড়ে গেছে। প্রতিবাদে গতকাল রাত আটটার দিকে জোটবদ্ধ হয়ে দোকানপাট বন্ধ রেখে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করলে চাঁদাবাজেরা পালিয়ে যায়। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা কেরামতিয়া মসজিদের চারমাথা মোড়ে অবস্থান নেন। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিটি দোকান থেকে ২০০ থেকে ২৫০ টাকা চাঁদা দাবি করা হয়। না দিলে দোকান ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়।