এগিয়ে গিয়েও লন্ডন ডার্বি জিততে পারল না আর্সেনাল। নগর প্রতিদ্বন্দ্বী চেলসির সঙ্গে রোববার প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র করেছে গানাররা। পেদ্রো নেতোর গোলে ১টি পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে চেলসি।
চেলসি ও লিগে টানা চার ম্যাচে জয়হীন আর্সেনাল শীর্ষ দল লিভারপুলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে তিনে চেলসি। এই ম্যাচের আগেই নটিংহাম ফরেস্ট নিউক্যাসলের কাছে হেরে যাওয়ায় ড্র করেই শীর্ষ চারে উঠেছে চেলসি ও আর্সেনাল।