রূপগঞ্জে সেলিম প্রধানের বাড়ি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি গুলি ও ককটেল নিক্ষেপ


নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অনলাইন ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত রূপগঞ্জের গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন ছাত্রদল কর্মী মো. রাফি আহমেদ, রাজু ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. ইমন, মো. রফিকুল ইসলাম, রুহুল আমিন, মনির হোসেন, ইয়ার হোসেন, তরিকুল ইসলাম, বিনয় বাবু, নুরুল ইসলাম ও মো. রাজু। আহতদের মধ্যে ছাত্রদলের কর্মী মো. রাফি আহমেদ ও রাজু ভূঁইয়া গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের দুজনকে নিজের অনুসারী ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. মাসুদুর রহমান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের অনুসারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *