পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সন্ধ্যায় কারখানাটির ফটকে কারখানা বন্ধের ঘোষণা–সংবলিত নোটিশ সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ। নোটিশে রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড এবং একই প্রাঙ্গণে থাকা কম্পটেক্স বাংলাদেশ লিমিটেডের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশ করে বলা হয়েছে, ৮ এপ্রিল থেকে কাজ বন্ধ রেখে শ্রমিকেরা ‘বেআইনি’ ধর্মঘট, অস্থিতিশীল পরিস্থিতি, দাঙ্গা-হাঙ্গামা, কারখানা ভাঙচুর, ক্যানটিন লুটপাটসহ ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর আক্রমণ করেন। ‘বেআইনি ও অযৌক্তিক’ দাবিদাওয়া মানার শর্তে জোরপূর্বক কারখানার কাজ বন্ধ করে এবং কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নৃশংসভাবে আহত করার পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা করে গুরুতরভাবে জখম করেন শ্রমিকেরা। এ অবস্থায় শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী ও ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বেআইনি ধর্মঘটের কারণে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো।