৪৮তম জাতীয় অ্যাথলেটিকসের শেষ দিনে আজ দুটি জাতীয় রেকর্ড হয়েছে। জাতীয় স্টেডিয়ামে ছেলেদের পোল ভল্টে সেনাবাহিনীর সৌরভ মিয়া ৪.৫০ মিটার উচ্চতা অতিক্রম করে ভেঙেছেন ২০০৬ সালে হুমায়ুন কবিরের করা রেকর্ড। একই দিন ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন শিরিন-নুসরাতরা।
১৯ বছর আগে জাতীয় অ্যাথলেটিকসের পোল ভল্ট ইভেন্টে ৪.৩৫ মিটার উচ্চতা অতিক্রম করে রেকর্ড গড়েছিলেন হুমায়ুন। আজ সৌরভ প্রায় দুই দশক পুরোনো রেকর্ডটি তো ভেঙেছেনই, ট্র্যাক ক্যারিয়ারে সোনাও জিতেছেন প্রথমবার।