১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে হিন্দি সিনেমা ‘স্কাই ফোর্স’। গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির পর ভালোই ব্যবসা করছে সিনেমাটি। সন্দীপ কেওলানি ও অভিষেক অনীল কাপুর পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সাইফ আলী খান। তবে সিনেমা নয়, অন্য এক কারণে আলোচনায় বীর।
‘স্কাই ফোর্স’ সিনেমাটির মাধ্যমে বলিউড অভিষেক হয়েছে বীর পাহাড়িয়ার। ভারতীয় গণমাধ্যমগুলো তাঁর অভিনয়ের প্রশংসা করেছে। তবে এ অভিনেতাকে নিয়ে এত আলোচনায় বিরক্ত নেটিজেনরা। অনেকের অভিযোগ, সিনেমাটিতে তাঁর অভিনয় যাচ্ছেতাই, অর্থ খরচ করেই নিজেকে আলোচনায় রেখেছেন তিনি। শুধু তা–ই নয়, সিনেমার পারিশ্রমিকের প্রায় ১০ গুণ বেশি অর্থ খরচ করেছেন বলেও অনেকে মন্তব্য করেছেন।