রাষ্ট্রের ওপর সরকারের নিয়ন্ত্রণে দুর্বলতা স্পষ্ট: মুহাম্মদ রেজাউল করিম


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনতা, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, নিষ্ক্রিয় পুলিশ বাহিনী, অকার্যকর ট্রাফিক ব্যবস্থাসহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে।

গত ১৫ বছরে দলীয়করণের কারণে জনপ্রশাসনের পুরোটাই ‘আওয়ামী দলীয় ক্যাডারে’ পরিণত হয়েছে মন্তব্য করে মুহাম্মদ রেজাউল করিম বলেন, এ বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন, তা বোঝা যায়। কিন্তু এটা এমন কোনো জটিল প্রযুক্তি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া আর কেউ চালাতে পারবে না। তাই এখনো যাঁরা এই সরকারের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছেন, তাঁদের সরিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *