রাশিয়ায় মোদি ও সি চিন পিংয়ের মধ্যে বৈঠক আজ


গতকাল রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বিক্রম মিসরি বলেন, ‘ব্রিকস সম্মেলনের একফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হবে।’

এর আগে ২০১৯ সালের অক্টোবরে সি চিন পিংয়ের ভারতের মহাবালিপুরাম শহর সফরকালে মোদির সঙ্গে তাঁর সর্বশেষ মুখোমুখি আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। ২০২২ সালে জি-২০ জোটের নেতাদের এক সম্মেলনের সাইডলাইনে সংক্ষিপ্ত সাক্ষাতে মিলিত হয়েছিলেন মোদি ও সি চিন পিং। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেও তাদের সাক্ষাৎ হয়।

এর কয়েক মাস পর ২০২০ সালে দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়। ওই বছরের জুনে ভারতের হিমালয় অঞ্চলের লাদাখ সীমান্তে দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ভারতের অন্তত ২০ জন এবং চীনের চারজন সেনাসদস্য নিহত হন। সংঘর্ষের পর উভয় পক্ষ সীমান্ত থেকে হাজারো সৈন্য প্রত্যাহার করে নেয় এবং সেখানে সেনাদের টহলে না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *