রাজৈরের ইউএনও মো. মাহফুজুল হক প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। এ আদেশ অমান্য করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও বলেন, ‘ওই দুই গ্রামের বাসিন্দাদের আজও সংঘর্ষে জড়ানোর পরিকল্পনা ছিল। তাই দুই পক্ষের সঙ্গেই আমরা কথা বলেছি। তাদের নিয়ে আমরা বসব। তাদের সমস্যা জানব। তারপর আগামীকাল থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
ইউএনওর সঙ্গে কথা বলে জানা যায়, ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা মোতাবেক রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা এবং গোপালগঞ্জ এলাকায় এক বা একাধিক ব্যক্তির চলাফেরা, সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোঁটা বা যেকোনো প্রকারের আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবা প্রদানে নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে এ আদেশ শিথিল থাকবে।